Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক্রোবাসে চড়ে ঢাকায় কিশোরীরা

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঢাকা থেকে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামে নিজ বাড়িতে ফিরতে বেশ বিড়ম্বনার শিকার হয়েছিলেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ মহিলা দলের ৯ কিশোরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চ্যাম্পিয়ন মেয়েদের লোকাল বাসে চড়িয়ে বাড়িতে পাঠিয়েছিলো। যা নিয়ে কড়া সমালোচনায় হয় সংবাদ মাধ্যম সহ দেশের ফুটবলাঙ্গনে। আর এতেই নড়েচড়ে বসে বাফুফে। এবার লোকাল বাসে নয়, মাইক্রোবাসে চড়েই ঢাকায় এসেছেন সানজিদা-তাসলিমারা। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে গতকাল সকাল ৮ টার দিকে ভাড়া করা নন এসি মাইক্রোবাস যোগে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন নয় কিশোরী। এরা হলেন-সানজিদা, মার্জিয়া, তহুরা, তাসলিমা, মাহমুদা, শিউলি, নাজমা, মারিয়া ও শামসুন্নাহার। ঈদের আগে গত ৬ সেপ্টেম্বর ঢাকা থেকে লোকাল বাসে চেপে ধোবাউড়া ফিরেছিলেন তারা। দেশের হয়ে মহিলা ফুটবলে ইতিহাস গড়া কিশোরীদের লোকাল বাসে পাঠানোর ঘটনায় চরম সমালোচনার মুখে পড়ে বাফুফে। আর এই সমালোচনার অবসান ঘটাতেই বাফুফে কর্তারা ঢাকা যাত্রাপর্বে মেয়েদের মাইক্রোবাসে করে পাঠাতে তাদের অভিভাবকদের প্রতি অনুরোধ করেন। এ প্রেক্ষিতেই কিশোরীদের অভিবাবকরা ৮ হাজার টাকায় মাইক্রোবাস ভাড়া করেন। মেয়েরা এসি সহ্য করতে না পারায় নন এসি মাইক্রোবাস ভাড়া করা হয়। মাইক্রোবাসের ভাড়া পরিশোধ করে বাফুফে।
আজ ইতিহাস গড়া কিশোরীদের সংবর্ধনা দেয়ার কথা বাফুফের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইক্রোবাসে চড়ে ঢাকায় কিশোরীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ