মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প রবিবার আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে অন্যান্য কৌশলসহ বিতর্কিত ও বর্বরতম জেরার কৌশল ওয়াটারবোর্ডিং প্রয়োগের আহ্বান জানিয়েছেন। ওয়াটারবোর্ডিং যুক্তরাষ্ট্রেই বহুল বিতর্কিত একটি জেরার কৌশল। সিআইএ কাউকে জিজ্ঞাসাবাদের সময় এই কৌশলটি ব্যবহার করতো। কিন্তু এ নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হওয়ায় তা বন্ধ করে দেয়া হয়।
এবিসি টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে সম্প্রতি মধ্যপ্রাচ্যে খ্রিস্টানদের গলা কেটে হত্যা করার বিষয়টিকে প্রমাণ হিসেবে উল্লেখ করে সন্দেহভাজন চরমপন্থীদের জিজ্ঞাসাবাদে আরও কঠোর কৌশল হিসেবে ওয়াটার বোর্ডিং প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, আমরা একটি ভয়ঙ্কর অবস্থার মধ্যে বাস করছি। যদি আমাকে এটা করতে হতো বা আমার ওপর সেই দায়িত্ব বর্তাতো, তাহলে আমি অবশ্যই আবারও এই কৌশলের প্রয়োগ ফিরিয়ে আনতাম।
শনিবার রাতে নিউহ্যাম্পশায়ারে বিতর্কের সময় ওয়াটার বোর্ডিংয়ের বিষয়টি সামনে আসে। বিতর্কটি এবিসি টেলিভিশনে সম্প্রচার হয়। ট্রাম্প এ সময় আরও বলেন, তিনি নির্বাচিত হলে শুধু ওয়াটারবোর্ডিং-ই নয়, এর চেয়েও বর্বরতম কৌশল ব্যবহার করবেন।
বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর এই পদ্ধতিটি বাতিল করেন। শনিবারের ওই বিতর্কে ট্রাম্পের প্রতিপক্ষ টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এ ব্যাপারে বলেন, তিনি সীমিত পর্যায়ে এটি প্রয়োগের অনুমতি দেবেন, তবে সেটি নির্যাতনে রূপ নেবে না।
বুশ প্রশাসনের সময় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর ইরাক ও আফগান যুদ্ধের প্রথমদিকে সিআইএ এই কৌশলটি ব্যবহার করতো। ওয়ার্টারবোর্ডিংয়ের সমর্থনকারীরা বলে, এই কৌশল প্রয়োগ করে বন্দিদের কাছ থেকে অনেক বেশি তথ্য পাওয়া যেতো। কিন্তু এর বিরোধিরা বলে, এটি একটি বর্বরতম কৌশল। ওবামা এই কৌশলটি বন্ধ করে দেয়ায় রিপাবলিকানরা তার সমালোচনা করে বলে, এটি যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতা প্রকাশেরই নামান্তর। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।