Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মেয়ের মাথায় উঁকুন ছেড়ে দিলো মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০২ এএম

মমতাময়ী মা সর্বদাই আগলে রাখে তার সন্তানকে। যুগ যুগ ধরে এ দৃশ্য সুপরিচিত আমাদের কাছে। কিন্তু সেই মা-ই যদি নিজের সন্তানকে মারার চেষ্টা করেন তবে অবাক হতেই হয়। তেমনই এক ক্রূর মায়ের খবর সামনে এলো এবার। নিজের চার বছরের মেয়ের মাথায় ছেড়ে দেন উঁকুন। রক্তখেকো পোকায় ভরে যায় শিশুটির পুরো মাথা। রক্ত খেয়ে ছোট্ট শিশুটির মাথার তালুতে ঘা করে ফেলে উঁকুন। ভয়ঙ্করভাবে রক্তশুন্যতার কবলে পড়ে ছোট্ট শিশুটি। রক্তে হিমোগ্লোবিন কমে প্রাণ সংশয়ের উপক্রম হয় তার। এ ঘটনায় ওই মাকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের শহর স্কটসবার্গের ২৬ বছর বয়সী বাসিন্দা ওই নির্দয় মায়ের নাম শায়ান নিকোল সিং। তাকে চলতি সপ্তাহের শুরুতে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে। এর আগে গত মাসে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির সঙ্কটাপন্ন অবস্থা দেখে পুলিশ ও ডাক্তারকে ডাকে প্রতিবেশীরা। উঁকুনের দংশনে শিশুটির মাথার তালুতে খুব বাজেভাবে ইনফেকশন হয়ে যায়। শিশুটির শরীর এতটাই ভেঙে পড়ে যে সে হাটার শক্তিও হারিয়ে ফেলে। এমনকি তাকে বাঁচানোর জন্য আলাদা করে রক্তও দিতে হয়। রক্তে অক্সিজেনের লেভেল এতটাই নেমে যায় যে তাকে বাঁচাতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়ের মাথায় উঁকুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ