Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বোকো হারামের হামলার তদন্ত করছে নাইজেরিয়া

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদ্রোহী সংগঠন বোকো হারামের সাম্প্রতিক হামলার তদন্ত করছে নাইজেরিয়ার সেনাবাহিনী। উত্তর-পূর্বাঞ্চলের বোর্নিও রাজ্যের রাজধানী মাইদুগুরির কাছে হামলায় বেশ কয়েকজন নিহত হয়। বোকো হারাম এ হামলার দায় স্বীকার করে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৩০ জানুয়ারি একটি গ্রামে বিদ্রোহীরা ঢুকে পড়ে অগ্নিসংযোগ করে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়। সেনাবাহিনী বলেছে, আমাদের সফলতা সত্ত্বেও সম্প্রতি মাইদুগুরির কাছে বসবাসকারী বাসিন্দাদের ওপর বোকো হারাম দুর্ভাগ্যক্রমে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, নাইজেরিয়ার সেনাবাহিনী ইতিমধ্যে হামলার তদন্ত শুরু করেছে। এ ছাড়া সেখানে সামরিক অভিযান চালানোর সময় মানবাধিকার লংঘনসহ বিশৃঙ্খলা ও অসদাচরণের কোনো ঘটনা ঘটলে তা সামরিক আদালতে বিচার করা হবে। বোকো হারামের সাম্প্রতিক হামলার পর সরকার স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সত্ত্বেও হাজার হাজার লোক তাদের বাড়িঘর থেকে পালিয়ে রাজধানী চলে যায়। তাদের অনেকে বাড়িতে ফিরতে ভয় পাচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোকো হারামের হামলার তদন্ত করছে নাইজেরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ