Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বজ্রপাতের বিপদ এড়াতে পারলোনা বগুড়ার বিপদ হাওলাদার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ৭:০৩ পিএম

নাম তার বিপদ হাওলাদার (৩৫),পিতা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের শ্রী সুমন্ত হাওলাদার । বংশানুক্রমিকভাবেই ধীবর বা কৈবর্ত শ্রেনীর মানুষ। নদী বা উন্মুক্ত বিলে মাছ ধরে বিক্রি করাই এদের পেশা।
প্রতিদিনের মতো রোববারও বিপদ হাওলাদার জাল নিয়ে নৌকাসহ যমুনায় মাছ ধরতে যায়। বিকেলের দিকে ঈশান কোনে মেঘের ঘনঘটা দেখেই সম্ভাব্য বিপদ আঁচ করতে পারে সে। দ্রুতই নৌকা মাঝ নদী থেকে তীরে ভেড়াতে কুলের দিকে রওয়ানা দেয়। তবে ভাগ্যের লিখন খন্ডানো যায়না বলেই হয়তো মুহুর্তেই বজ্রপাত শুরু হলো । আর একেবারে তার নৌকাতেই পড়লো বাজ । বজ্রাহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হল সে।
সন্ধ্যায় এরিপোর্ট লেখাকালীন সময়তক তার সহযোগি আত্মীয় স্বজন এবং এলাকাবাসি তার লাশ খোঁজাখুজি করছিলো বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ