প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শনিবার ইনস্টাগ্রামেই নিজেই এ কথা লিখেছেন তিনি। তবে সংক্রমিত হয়ে একদমই আতঙ্কিত নয় বলিউডের কুইন। বরং করোনা সংক্রমণকে সামান্য জ্বর আখ্যা দিয়েছেন তিনি। এবং সেই জ্বরকে তিনি ধুলিস্যাৎ করবেন। সেই হুঁশিয়ারিও ইনস্টাগ্রামে দিয়েছেন এই অভিনেত্রী।
এদিন কঙ্গনা লেখেন, ‘দিন কয়েক ধরে দুর্বল এবং ক্লান্ত ছিলাম। চোখ ভীষণ জ্বলছিল। হিমাচল যাব তাই নমুনা পরীক্ষা করাই। শুক্রবার রিপোর্ট পজিটিভ এসেছে।‘ তিনি আরও লিখেছেন, ‘আমি নিজেকে কোয়ারান্টাইন করেছি। আমি বুঝিনি কীভাবে এই ভাইরাস আমার ভিতর নাচ শুরু করল। কিন্তু আমি জানি কীভাবে একে বাগে আনা যায়।
এমনকি, মানুষ আতঙ্কিত না হয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, ‘আপনি যত ভয় পাবেন, ও আপনাকে তত ভয় দেখাবে। আসুন সবাই মিলে এই ভাইরাসকে প্রতিহত করি। এটা একটা সামান্য জ্বর, যা মানসিক ভাবে প্রভাব ফেলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।