Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে অস্ত্রসহ তিন যুবক আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৯ মে, ২০২১, ২:১৩ পিএম

শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকা থেকে অস্ত্রগুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- সদরের ভারুয়াখালী পশ্চিম পাড়ার আব্দুল গোফফারের ছেলে রুহুল আমিন প্রকাশ সোহেল (৩২), হাবিবুর রহমানের ছেলে ইলিয়াস (৩৫) ও কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের পশ্চিম বাহারছড়ার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।

রবিবার (৯ মে) দুপুরে শহর পুলিশ ফাঁড়ি অভিযানটি পরিচালনা করে।

এ সময় তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, সাথে ৬ রাউন্ড কার্তুজ ও তাদের ব্যবহৃত ১১০ সিসি টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ