মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নতুন শ্রম আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ফ্রান্সে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাজধানী প্যারিসে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১২ জন। নতুন শ্রম আইনের প্রতিবাদে গত ছয় মাস ধরেই ফ্রান্সে শ্রমিকরা বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে। সমালোচকদের দাবি নতুন আইনে প্রতিষ্ঠানগুলোকে কর্মঘণ্টা বাড়ানোর সুযোগ সহজ করে দেয়া হয়েছে। এছাড়া শ্রমিক ইউনিয়নের ক্ষমতাও হ্রাস করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছে ৭৮ হাজার শ্রমিক। এদের মধ্যে রাজধানী প্যারিসেই অংশ নিয়েছে ১৩ হাজার বিক্ষোভকারী। এয়ার ট্রাফিক শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অসংখ্য ফ্লাইট বাতিল ঘোষণা করতে হয়েছে কর্তৃপক্ষকে। প্যারিসে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ককটেল ছুঁড়লে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে। এসময় চার বিক্ষোভকারী ও আট পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ এখান থেকে ১৫ বিক্ষোভকারীকে আটক করেছে। পশ্চিমের শহর নানতেসেও প্রতিবাদ কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।
লেবার ট্রেড ইউনিয়ন নেতা ফ্রাঙ্কোয়েস রোচি বলেন, আমরা তাদের দেখিয়ে দেব আইন অথবা আইন ছাড়াই তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি। প্রসঙ্গত, গত জুনেও শ্রমিকরা ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছিল। ওই সময় কয়েক লাখ শ্রমিক ওই কর্মসূচিতে অংশ নিয়েছিল। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।