মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি) বলেছে, আগামী ১২ মে বুধবার সেদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম এবং সে কারণে এ বছর রমজান ৩০ দিনে পূর্ণ হতে পারে। এর ফলে ধারণা করা হচ্ছে যে, আগামী ১৪ মে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, পাকিস্তানের স্ট্যান্ডার্ড সময় অনুসারে শাওয়ালের চাঁদ ১২ মে রাত ১২:০১ মিনিটে জন্মগ্রহণ করবে, তাই ২৯ রমজান সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আবহাওয়া দফতর আরো বলেছে যে, রুয়াতে হেলাল কমিটি তাদের বুধবার ডাকা বৈঠকে ঈদুল ফিতর সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আবহাওয়া অধিদফতর আরো পূর্বাভাস দিয়েছে, ‘সভার দিন দেশের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে, তবে কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে’।
পিএমডি সিনিয়র ডিরেক্টর ডা. জহির বাবর বলেছেন, ‘শুক্রবার ঈদুল ফিতর হলে দেশের বেশ কয়েকটি উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানে আবহাওয়া গরম ও শুষ্ক থাকবে’। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।