Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনা দিয়ে বানানো শৌচাগার

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরে সোনায় গড়া একটি শৌচাগার স্থাপন করা হয়েছে। শৌচাগারটি দর্শনার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাদুঘরের একটি গণ-স্নানাগারে শৌচাগারটি স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে এই শৌচাগারের ব্যবহার শুরু হয়েছে। জাদুঘরে আসা নারী ও পুরুষ দর্শনার্থী উভয়ই এই শৌচাগার ব্যবহার করতে পারেন। তবে শৌচাগারটি ব্যবহার করার জন্য দর্শনার্থীদের কড়ি গুনতে হবে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ১৮ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে শৌচাগারটি তৈরি করা হয়েছে। শৌচাগার ব্যবহার করতে খরচ পড়বে এক পেনি। শৌচাগারটির নাম আমেরিকা। এটি তৈরি করেছেন ইতালির শিল্পী মরিজিও ক্যাতেলান। মিলানভিত্তিক এই শিল্পীর ভাষ্য, অর্থনৈতিক অসমতার ধারণা থেকে শিল্পকর্মটি তৈরি করেছেন তিনি। এএফপি, বিবিসি অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনা দিয়ে বানানো শৌচাগার

১৭ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ