বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাস্ক না পরায় নগরীর আগ্রাবাদের বিভিন্ন এলাকায় পথচারীদের রোদে দাঁড়িয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ। এসময় একই অপরাধে শপিং করতে আসা অনেককে মার্কেট থেকে বের করে দেয়া হয়। শনিবার আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট এবং লাকি প্লাজা এলাকায় পুলিশি অভিযানে এ শাস্তি দেওয়া হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করতেই এ ব্যবস্থা। তিনি বলেন, মাস্ক না পরায় ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে।
পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানকে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরায় পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়। মাস্ক পরতে বাধ্য করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যবিধি না মানলে দোকানও বন্ধ করে দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।