Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নারী মাদক বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ১২:১৭ পিএম

নগরীতে তাহমিনা বেগম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে দেওয়ানহাট দীঘিরহাট ২ নং রেল গেইট সংলগ্ন খলিলুর রহমানের ভাড়াঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের আগের রাতেই গ্রেফতার করা হয়েছে তার স্বামী ৩ মামলার আসামি সাজু মিয়াকে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সাজু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করা হয়। স্বামীর মতো তাহমিনাও পানের দোকান করে। এই দোকানের আড়ালেই সে ইয়াবা বিক্রি করে। এসময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রিলব্ধ ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। সাজু মিয়া ও তাহমিনা পানির দীঘি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা বাইরে থেকে পাইকারি কিনে এনে দেওয়ানহাট পানির দীঘি এলাকায় খুচরা বিক্রি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী মাদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ