রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
রূপগঞ্জে রোজিনা ওরফে রুবিনা (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোজিনা ওরফে রুবিনা গঙ্গানগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, রোজিনা ওরফে রুবিনা মুড়াপাড়া, গঙ্গানগর এলাকাসহ আশপাশের এলাকায় ইয়াবার পাইকারী ব্যবসা করে আসছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ৪২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতাকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পলাতক দুই আসামী গ্রেফতার
রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চনপাড়া ও তারাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন- চনপাড়া এলাকার রমজান আলীর ছেলে শফিক ও তারাব এলাকার জমির উদ্দিনের ছেলে আওলাদ। রূপগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) আক্কাস মিয়া জানান, শফিক ও আওলাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক, মারামারিসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। আর মামলা হওয়ার পর থেকেই তারা পলাতক রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।