Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে ইয়াবাসহ মা-ছেলে আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ১১:৩৫ এএম

কক্সবাজার সদর থানা পুলিশ শনিবার সকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ কক্সবাজার শহরের মধ্যেম কলাতলীর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রাসেলের ঘর থেকে এই ইয়াবাসহ রাসেলের ছোট ভাই ও মাকে আটক করেছে জানা গেছে।

আটক হওয়া দুইজনের নাম শহরের কলাতলী এলাকার শামসু আলমের স্ত্রী ফাতেমা (৪০) শামসু আলমের ছোট ছেলে সাইফুল ইসলাম (১৭)।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক দস্তগির জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর সার্কেলের এসপি মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় রাসেল এর ঘর তল্লাশি করে ১ লাখ ২০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সাথে ইয়াবা ইয়াবাকারবারি ফাতেমা ও তার ছেলে সাইফুলকে আটক করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ