মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার ভারতীয় স্ট্রেনের দেখা মিলল স্পেনে। ইউরোপীয় দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ফ্রান্সের পরে এ বার তাঁদের দেশেও ১১টি ক্ষেত্রে ভারতীয় স্ট্রেনের সংক্রমণ দেখা গেছে। এর আগে ফ্রান্সে ভারতীয় স্ট্রেন আক্রান্ত তিন জনের সন্ধান পাওয়া গিয়েছিল। প্রথম ভারতে ধরা পড়া এই বি.১.৬১৭ স্ট্রেনকে গত কাল আরও ক্ষতিকর বলে ব্যাখ্যা করেছে ‘ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)। তারা জানিয়েছে, এই স্ট্রেনটি আরও বেশি সংক্রামক, রোগের তীব্রতা আরও বাড়াতে পারে, সর্বোপরি টিকার প্রভাব কমিয়ে দেয়। ব্রিটেন, আমেরিকার পরে স¤প্রতি ইসরাইলেও দেখা মিলেছে বি.১.৬১৭ স্ট্রেনের। করোনার টিকাকরণ নিয়ে প্রথম দেশব্যাপী সমীক্ষার পরে ইসরাইল জানিয়েছে, ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিনের দু’টি ডোজ সংক্রমণ ও মৃত্যু থেকে ৯৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। বুধবার স্বাস্থ্য সংক্রান্ত গবেষণামূলক পত্রিকা ‘ল্যানসেট’-এ প্রকাশিত হয়েছে তাদের এই সমীক্ষা। জনসংখ্যা কম হওয়ায় দেশবাসীর একটা বড় অংশকে দ্রুত টিকা দিতে পেরেছে ইসরাইল। সমীক্ষায় দেখা গিয়েছে, ফাইজার/বায়োএনটেকের টিকাটি সংক্রমণের বিরুদ্ধে ৯৫.৩ শতাংশ এবং মৃত্যু থেকে ৯৬.৭ শতাংশ সুরক্ষা দিতে পারে। উপসর্গহীন সংক্রমণের ক্ষেত্রে এই টিকা ৯২ শতাংশ সুরক্ষা দেয়। তবে এই সব কিছুই সম্ভব দু’টি ডোজ নেওয়া হলে তবেই। দেশের স্বাস্থ্য মন্ত্রক ও ফাইজারের করা সমীক্ষায় জানানো হয়েছে, একটি ডোজ সংক্রমণের বিরুদ্ধে ৫৭.৭ শতাংশ ও মৃত্যু থেকে ৭৭ শতাংশ সুরক্ষা দিতে পারে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।