Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বন্দ্ব কাটাতে ভিয়েনায় ইরান ও যুক্তরাষ্ট্র বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৬:০৩ পিএম

অস্ট্রিয়ার ভিয়েনায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে বৈঠক চলছে। এরই মধ্যে মুখ খুলেছে কাতার। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গন্ডগোলের অবসান হোক। প্রয়োজনে কাতার মধ্যস্থতা করতে রাজি। স্পষ্ট জানিয়ে দিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুল রহমান।

সরাসরি না হলেও ইরান এবং অ্যামেরিকার মধ্যে চতুর্থ দফার আলোচনা শুরু হয়েছে। ভিয়েনায় বৃহস্পতিবার ইরান এবং অ্যামেরিকার কূটনীতিকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন ইউরোপ, রাশিয়া এবং চীনের কূটনীতিকরা। শুক্রবারেও তাদের বৈঠক হওয়ার কথা। কূটনৈতিক সূত্রের দাবি, চতুর্থ দফার এই আলোচনাতেই পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে পারে। দুই দেশ আপস মীমাংসার পথে হাঁটতে পারে। এ বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, কাতারের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। তেহরানের সঙ্গেও কাতারের সুসম্পর্ক রয়েছে। ফলে তারা চায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার দ্রুত অবসান হোক। ইরানে শান্তি ফিরলে মধ্যপ্রাচ্যে তা কাতারের জন্যও গুরুত্বপূর্ণ হবে।

মার্কিন কূটনীতিকের অবশ্য দাবি, ইরানকে একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তাদের ঠিক করতে হবে, তারা আদৌ আমেরিকার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় কি না। তারা চাইলে আমেরিকাও আলোচনায় বসতে রাজি। অন্যদিকে ইরানের দাবি, আমেরিকাকে আলোচনার বিষয়ে আগ্রহ দেখাতে হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেন। শুধু তাই নয়, ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞাও জারি করে আমেরিকা। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ সেনাপ্রধানের উপর হামলা চালিয়েছে আমেরিকা। তার মৃত্যু হয়েছে। দেশের পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে।

অন্য দিকে ইরান ইউরেনিয়াম মজুতের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে তা আরো বাড়ানো হবে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, ইউরোপ এবং অ্যামেরিকার কোনো প্রতিনিধিকে পরমাণু পরীক্ষাকেন্দ্রের ছবি পাঠানো হচ্ছে না। এই অবস্থায় দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ব্যবস্থা নিয়েছে বিশ্বের একাধিক দেশ। দুই দেশের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলে সমাধানসূত্র খোঁজার চেষ্টা হচ্ছে। ভিয়েনাতে সেই প্রক্রিয়াই চলছে। সূত্র: রয়টার্স, এপি।



 

Show all comments
  • Alomgir ৭ মে, ২০২১, ৭:১৪ পিএম says : 0
    Thanks iran
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ