Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত ১,২০৮ আরো একজনের মৃত্যু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৪:৩৩ পিএম

তাপ প্রবাহ হ্রাসের সাথে বৃষ্টি ফিরে আসায় দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও গত ৪৮ ঘন্টায় আরো একজনের মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় ১ হাজার ২০৮ জন আক্রান্ত ছাড়াও ভোলাতে একজন ডায়রিয়ায় মারা গেছেন। এনিয়ে গত তিন মাসে দক্ষিণাঞ্চলে ডায়রিয়ায় ১৭ জনের মৃত্যুর সাথে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৪১৭ জনে উন্নীত হল। যারমধ্যে গত এক মাসেই মারা গেছেন ১৬ জন। আর এসময়ে ২৮ হাজার ৬১৫ জনের ডায়রিয়া আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

গত ১৫ দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পটুয়াখালী, ভোলা ও বরগুনার অবস্থা নাজুক। বরিশালের অবস্থাও আগের চেয়ে কিছুটা ভাল হলেও প্রতিদিনই সরকারী হাসপাতালগুলোতে ১শর মত ডায়রিয়া রোগী আসছে। বরিশাল জেনারেল হাসপাতালেও এখনো প্রতদিন গড়ে ২৫ জনের বেশী ডায়রিয়া রোগী চিকিৎসাধীন থাকছে। অথচ ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র ৪টি। ভোলা, পটুয়াখালী,বরগুনা,পিরোজপুর ও ঝালকাঠী জেলা সদর সহ উপজেলা হাসপাতালগুলোতেও ডায়রিয়া রোগীর শ্রোত অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় ভোলাতেই ৩৮৮ জন ডায়রিয়া রোগী বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। এসময়ে দ্বীপজেলাটির চরফ্যাশন উপজেলার আবুবকরপুরে ‘মিম’ নামে ৫ বছরের একটি শিশু ডায়রিয়ায় মারা গেছে। এ নিয়ে ভোলাতে ডায়রিয়া আক্রান্ত দুজনের মৃত্যু ছাড়াও ১২ হাজার ৫৬২ জন আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পটুয়াখালীতে গত ৪৮ ঘন্টায় ২৬৮ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু ছাড়াও ১০ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের মতে গত ৪৮ ঘন্টায় পিরোজপুরেও দুশ জন নতুনকরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তবে সরকারী মতে জেলাটিতে কোন ডায়রিয়া রোগীর মৃত্যু না হলেও মোট আক্রান্তের সংখ্যা ৬,২৫৭ । এসময়ে বরগুনাতেও নতুন করে ১৮৫ জনের ডায়রিয়া আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে ইতোমধ্যে ৪ জন ডায়রিয়া রোগীর মৃত্যু ছাড়াও ৭ হাজার ৮১০ জন আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বরিশালে গত ৪৮ ঘন্টায় আরো ১৬৫ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৬৪০ জনে। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। যার সবই বাকেরগঞ্জ উপজেলার। ঝালকাঠীতেও এসময়ে আরো ৮১ জন সহ মোট আক্রান্তের সংখ্যাটা দাড়িয়েছে ৫ হাজার ৫২৪ জনে। তবে এ জেলায় কোন মৃত্যু সংবাদ না থাকলেও স্বাস্থ্য বিভাগের মতে ৪টি উপজেলাই ডায়রিয়া উপদ্রুত। এছাড়া বরিশালের ১০টির মধ্যে ৭টি, ভোলার ৭টির ৬টি, পটুয়াখালীর ৭টির মধ্যে ৫টি, পিরোজপুরে ৭টির মধ্যে ৬টি এবং বরগুনার ৫টি উপজেলার সবগুলোই ডায়রিয়া উপদ্রæত বলে জানা গেছে।
সর্বশেষ হিসেব অনুযায়ী দক্ষিনাঞ্চলে ৬ জেলায় ১ লাখ ব্যাগেরও বেশী আইভি স্যালাইন মজুদ রয়েছে। যারমধ্যে প্রায় ৬০ হাজার ব্যাগই ১ হাজার সিসি’র স্যলাইন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়ার প্রকোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ