Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানের খিলিতে ইয়াবা, চট্টগ্রামে মাদক বিক্রেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ২:০৬ পিএম

সড়কে বসে পানের সাথে ইয়াবা বিক্রি করতেন মোঃ সাজু মিয়া (৪১)। গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় এ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দেওয়ানহাট ২ নং রেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশকে ফাঁকি দিতে সে পানের খিলির ভেতরে ইয়াবা বিক্রি করত। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানহাট ২ নং রেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকলের পশ্চিম পাশে সাজুর পানের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পানের দোকানের আড়ালেই ইয়াবা বিক্রি করে। বিশেষ কায়দায় পানের খিলির ভেতরে ইয়াবা বিক্রি করে সে। সে মূলত খুচরা বিক্রেতা। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ