বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে চিকিৎসা নিয়ে ৫১ বাংলাদেশী বেনাপোল স্থল বন্দর দিয়ে দেশে ফিরলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তাদেরকে খুলনার ফুলতলার ১টি আবাসিক হোটেলে প্রশাসনের নির্দেশনায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ও থানা পুলিশের বিশেষ সহায়তায় রাতে তাদেরকে ঐ হোটেলে হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়।
ইউএনও সাদিয়া আফরিন জানিয়েছেন, ভারতে চিকিৎসা শেষে দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা সীমান্ত এলাকায় কোভিড-১৯ এর টেস্টে নেগেটিভ রিপোর্ট নিয়েই দেশে ফিরেছে। ফলে করোনা ভাইরাস সংক্রান্ত ঝুকির কোন আশংকা নেই। তবে অতিরিক্ত সতর্কতামুলক ব্যবস্থা হিসাবে তাদেরকে হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গতঃ বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত ফেরত বাংলাদেশীদের যশোর এলাকায় হোম কোয়ারেন্টিনের নির্দেশনা থাকলেও ঐ এলাকার হোটেল গুলোতে স্থান সংকুলন না হওয়ায় খুলনা ও ফুলতলাতে এ ব্যবস্থা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।