মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন ব্রিটিশ তরুণী মারিয়া জুলফিকার (২৫)। তিনি আর ব্রিটেনে ফিরে যেতে পারেনি। ২ মাস আগে পাকিস্তানে আসার পর মারিয়া লাহোরে একটি একটি ভাড়া বাসায় উঠেছিলেন। সেখানেই খুন হয়েছেন তিনি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। খুনের ঘটনায় মামলা করেছে মারিয়ার চাচা। তিনি দাবি করেছেন, মারিয়ার দুই বন্ধু তাকে বিয়ে করতে চেয়েছিল। রাজি না হওয়ায় তারা বাসায় ঢুকে মারিয়াকে হত্যা করে। কয়েকদিন আগে মারিয়া ওই বিষয়ে তাদের কাছে অভিযোগ জানিয়ে ছিলেন। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, মারিয়া জুলফিকারের দেহে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া তার দেহে আঘাতের আলামতও পাওয়া গেছে। এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা কাশিম বলেন, মারিয়ার কাঁধে আমরা বুলেটের আঘাত পেয়েছি। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত ২ জনকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছি। মারিয়া জুলফিকার যুক্তরাজ্যের ফেলথাম শহরের বাসিন্দা। মিডেলসেক্স ইউনিভার্সিটিতে তিনি আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন। দ্য সান, স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।