নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের জমজমাট লড়াই। আন্তর্জাতিক ব্যস্ততা কাটিয়ে যার যার ডেরায় ফেরা তারকারা জ্বলছেন স্ব-মহিমায়। আর শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগের লড়াই সেই ঔজ্জ্বল্য আরো বাড়িয়েছে বহুগুণে। এই যেমন লা লিগায় আলাভেসের কাছে হেরে তেতে থাকা বার্সেলোনা উড়িয়ে দিয়েছে সেল্টিককে। লুইস এনরিকের শিষ্যরা গোল উৎসবে ভুলেছেন সেই হারের ব্যথা। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। দুবার লক্ষ্যভেদ করেছেন লুইস সুয়ারেস। চার গোলে অবদান রাখা নেইমার নিজেও করেছেন একটি। গেল মঙ্গলবার স্কটল্যান্ডের দলটির বিপক্ষে বার্সেলোনার ৭-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি আন্দ্রেস ইনিয়েস্তার। চ্যাম্পিয়ন্স লিগে এটাই স্পেনের অন্যতম সফল দলটির সবচেয়ে বড় ব্যবধানে জয়।
আলাভেসের বিপক্ষে শুরুর একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা এনরিকে এবার পরীক্ষিত দলকেই বেছে নেন। শুরু থেকেই মাঠে থাকা মেসি-নেইমার-সুয়ারেস আবার উপহার দিয়েছেন জাদুকরী ফুটবল। তাদের সামনে কোনো বাধাই হতে পারেনি সেল্টিকের রক্ষণ।
গোলের জন্য ক্যাম্প ন্যু’য়ে তিন মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। নেইমারের দারুণ পাসে বার্সেলোনাকে এগিয়ে নেন মেসি। মেসি-নেইমারের অসাধারণ বোঝাপড়ায় অতিথিদের রক্ষণকে প্রচÐ চাপের মধ্যে রাখে বার্সেলোনা। তবে এরই মধ্যে খেলার বিপরীতে সমতা আনার সুবর্ণ সুযোগ পেয়ে যায় সেল্টিক। মার্ক-আন্দ্রে টের স্টেগেন মুসা দেমবেলিকে ফাউল করলে পেনাল্টি পায় সেল্টিক। ২৪তম মিনিটে দেমবেলির পেনাল্টি ডানদিকে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন বার্সেলোনার গোলরক্ষক। ২৭তম মিনিটে দেয়া-নেয়া করে সুযোগ তৈরি করেন নেইমার। যা কাজে লাগাতে মোটেও সমস্যা হয়নি পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার মেসির। আট মিনিট পর ইভান রাকিটিচের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেন সেল্টিকের একজন ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে ব্যবধান ৩-০ করেন নেইমার। গোলরক্ষক বল স্পর্শ করলেও জালে জড়ানো ঠেকাতে পারেননি। রাকিটিচের বদলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলেন ইনিয়েস্তা। ৫৯তম মিনিটে স্কোর লাইন ৪-০ করার কাজটা সারেন তিনিই। নেইমারের দারুণ ক্রস থেকে স্প্যানিশ এই মিডফিল্ডারের ভলি ফাঁকি দেয় সেল্টিক গোলরক্ষককে। ৭২ সেকেন্ডের মধ্যে আবার উৎসবে মাতে বার্সেলোনা। সুয়ারেসের ক্রস থেকে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি-৬টি হ্যাটট্রিকের রেকর্ড গড়েন সময়ের অন্যতম সেরা ফুটবলার। ৭৫তম মিনিটে আবার নেইমারের নিখুঁত ক্রস। এবার বুক দিয়ে নামিয়ে চমৎকার এক ভলিতে দলের ষষ্ঠ গোলটি করেন স্ট্রাইকার সুয়ারেস। ৮৮তম মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে আবার জালে পাঠান উরুগুয়ের এই তারকা। তার ঠিক আগে নেইমারের একটি প্রচেষ্টা ব্যর্থ হয় বারে লেগে।
পরের দিন হারতে হারতে নিজেদের মান বাঁচিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ সময়ের দুই গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে চিরপ্রতিদ্ব›দ্বীরা। ৮৮তম মিনিট পর্যন্ত এগিয়ে থাকা পর্তুগালের দল স্পোর্তিং লিসবন হেরেছে ২-১ গোলে। রিয়ালের জয়ে একটি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে স্পোর্তিংকে এগিয়ে নেন চেজার।
এছাড়া, ‘এ’ গ্রæপের ম্যাচে পিএসজির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। খেলার ৯০তম মিনিটে আর্সেনালের অলিভিয়ে জিরুদ ও পিএসজির মার্কো ভেরাত্তি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এফসি বাসেলের বিপক্ষে লুদোগোরেতস রাজগার্দের স্কোর লাইনও একই। ‘বি’ গ্রæপে দিনামো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি। ৬৮তম মিনিটে কিয়েভের সিদরচুক দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। গ্রæপের অন্য ম্যাচে বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বেসিকতাস। টানা বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে স্থগিত করা হয় ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া মনশেনগøাডবাখের মধ্যকার ‘সি’ গ্রæপের অন্য ম্যাচ। পরের দিন হওয়া এই ম্যাচে আর্জেন্টিনার ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে ৪-০ গোলে হারিয়েছে সিটি। ইংল্যান্ডের দলটির জয়ে অন্য গোলটি করেন কেলেচি ইহেনাচো। ‘ডি’ গ্রæপের ম্যাচে রুস্তভকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গ্রæপের অন্য ম্যাচে পিএসভি আইন্দহোফেনকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ‘ই’ গ্রæপের খেলায় বায়ার লেভারকুসেনের মাঠে ২-২ গোলে ড্র করেছে সিএসকেএ মস্কো। টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে মোনাকো। ‘এফ’ গ্রæপের অন্য মাচে লেগিয়া ওয়ারসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচে জয় পেয়েছে লেস্টার সিটি। ‘জি’ গ্রæপের খেলায় ক্লাব ব্রæগের মাঠে ৩-০ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে এফসি কোপেনহেগেনর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পোর্তো। ‘এইচ’ গ্রæপের ম্যাচে সেভির সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে জুভেন্তুস। ডায়নামো জাগরেভকে ৩-০ গোলে হারিয়েছে লিওঁ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।