পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাত্র তিনমাস আগে বিয়ে করেছিলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানীয়া বন্দরের ব্যবসায়ী সাইফুল হোসেন। মাদারীপুরের শিবচরের স্পিডবোট দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে গেছে সাইফুলের। গত সোমবার সকালের ওই দুর্ঘটনায় সাইফুল ও তার ভাই রিয়াজ হোসেন নিহত হয়েছেন। এ উপজেলার আরও দুই ব্যবসায়ী নিহত হয়েছেন ওই মর্মান্তিক দুর্ঘটনায়। নিহত চারজনই ব্যবসায়ী। ঈদুল ফিতর উপলক্ষে দোকানের জন্য মালামাল কিনতে ঢাকায় গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহত অপর দুই ব্যবসায়ী হচ্ছেন- উলানীয়া বন্দরের বোরকা ব্যবসায়ী সাইদুল ইসলাম এবং পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ী মনির চাপরাশী। নিহত দুই সহোদর সাইফুল ও রিয়াজ হোসেন উলানীয়া বন্দরের আহাদ ফ্যাশনের স্বত্ত¡াধিকারী। এদের মধ্যে সহোদর রিয়াজ ও সাইফুল এবং সাইদুলের বাড়ি উলানীয়া ইউনিয়নের পূর্বষট্টি গ্রামে।
পাতারহাট বন্দরের ব্যবসায়ী সুমন ফরাজি জানান, ঈদুল ফিতর উপলক্ষে দোকানের মালামাল কিনতে মেহেন্দিগঞ্জের পাতারহাট ও উলানীয়া বন্দরের উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী ঢাকায় গিয়েছিলেন। যে স্পিডবোটটি দুর্ঘটনায় পড়েছে সেটায় মেহেন্দিগঞ্জের চার ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত রিয়াজ ও সাইফুলের বড় ভাই আজাদ হোসেন বলেন, তার দুই ভাই দোকানের মালামাল কেনার জন্য ঢাকায় গিয়েছিলেন। ফেরার সময় তারা প্রথমে গাছবাহী ট্রলারে উঠেছিল পদ্মা পাড়ি দেয়ার জন্য। পুলিশ ট্রলার থেকে নামিয়ে দেয়ায় তারা স্পিডবোটে উঠে দুর্ঘটনায় প্রাণ হারান। সকালে দুর্ঘটনার খবরে ফেসবুকে তার ভাইদের নাম দেখতে পান। পরে শিবচর থানা পুলিশ ফোন করে দুর্ঘটনার খবর জানায়। উলানীয়ার বোরকা ব্যবসায়ী সাইদুল ইসলামও তার ভাইদের সঙ্গে ঢাকায় গিয়েছিলেন বলে জানান আজাদ হোসেন। তিনি বলেন, সাইফুল তিনমাস আগে বিয়ে করেছে। অপরদিকে রিয়াজের স্ত্রী ও নাবালিকা দুটি মেয়ে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।