Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রমিক শ্রেণির মানুষকে বেশি অগ্রাধিকার দিতে হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ৮:৫০ পিএম

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। স্বাধীনতার দীর্ঘ ৫০বছরেও শ্রমিক জনতা তাদের ন্যায্য পাওনা চাইতে গিয়ে গুলি খেয়ে জীবন দেয়ার মত ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। বাঁশখালীতে শ্রমিকদের বেতন চাওয়ায় তাদের গুলি করে হত্যার মতো ঘটনা ঘটছে।

সরকারি প্রণোদনায় শ্রমিক শ্রেণির মানুষকে বেশি অগ্রাধিকার দিতে হবে। ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বংশাল এলাকায় আগা মসীহ লেন জামে মসজিদের সামনে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মহানগর সেক্রেটারী হাফেজ মুহাম্মাদ শাহাদাত হোসেন প্রধানিয়া, সিনিয়র সহ সভাপতি মুফতী সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বংশাল থানা সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ, দোকান শ্রমিক সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ গোলাম রহমান, গোলাম মাওলাসহ মহানগর ও থানায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • Dadhack ৪ মে, ২০২১, ৯:৫৪ পিএম says : 0
    Allah's law protects the people's all the basic needs.. rulers use our hard earned taxpayers money as if their fathers property as such our countries people are suffering too much.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ