Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মতলবে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৪

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ৮:৪৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জনকে আটক করেছে। সোমবার (৩ মে) রাতে অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশে এএসআই দুলাল হোসেন সঙ্গীয় এএসআই রাজেশ পালসহ জিআর ১৩২/১৪ মূলে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামের গোলাম হোসেন দেওয়ানের ছেলে মো. আল আমিন। এসআই মোহাম্মদ লোকমান হোসেন ননজিআর-৪০/১৪ মূলে আসামী ষাটনল, রঙ্গুখারকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলী বেপারীর ছেলে মতিউর রহমান ও এএসআই (নিরস্ত্র) মো. ইকবাল হোসাইন ননজিআর- ৪০/১৪ মূলে আসামী ষাটনল, রঙ্গুখারকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে ইউসুফ আলী ও একই গ্রামের মৃত সেকান্দর আলী বেপারীর ছেলে সামসুল হক বেপারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। অপরাধ দমন করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ