Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ত্রাণ নিয়ে বিরোধে আহত যুবলীগ নেতার মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ৭:৩৮ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ নিয়ে বিরোধে হামলায় আহত যুবলীগ নেতা জসিম উদ্দিন (৩৫) মারা গেছেন। মঙ্গলবার বিকেলে তিনি মারা যান বলে জানিয়েছেন তার পিতা ইউপি সদস্য মো. ইছহাক।

গত শনিবার দিবাগত রাতে হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জসিম কাঞ্চনা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইছহাকের পুত্র। জানা যায়, গত ২৫ এপ্রিল কাঞ্চনা ইউপির চেয়ারম্যান রমজান আলীর পক্ষ থেকে ১নং ওয়ার্ডে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণকে কেন্দ্র করে একই এলাকার খলিলুর রহমানের সাথে মনোমালিন্য হয়।

এর জের ধরে শনিবার রাতে জসিমের ওপর হামলা চালায় খলিলসহ তার লোকজন। এ সময় তাকে মাথায় কুপিয়ে আহত করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসাইন বলেন, হামলায় জসিম আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছিল। এখন এটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ