Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিদেশি পর্যটকদের জন্য দ্বার খোলার পথে ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০১ এএম

কোভিড-১৯ নিয়ে এখনও ভারতের মতো নানা দেশে নাজেহাল অবস্থার মধ্যেই বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলে দেওয়ার পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী মাস থেকে ভ্রমণের ওপর কড়াকড়ি শিথিল করার সুপারিশ করেছে ইইউ কমিশন। বর্তমান বিধিনিষেধের আওতায় অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ মাত্র ৭ টি দেশের মানুষ ছুটি কাটাতে ইইউ দেশগুলোতে ভ্রমণ করতে পারে। তবে তারা টিকা নিয়ে থাকুক বা বা না থাকুক মেনে চলতে হয় কোভিড পরীক্ষা এবং কোয়ারেন্টিনের নিয়ম। এবার ভ্রমণ কড়াকড়ি শিথিলের নতুন পরিকল্পনার আওতায়, অন্তত দুসপ্তাহ আগে ইইউ-অনুমোদিত কোভিড টিকার শেষ ডোজ নিয়েছেন এমন যে কেউ ইইউ দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। সোমবার ইউরোপীয় কমিশন ভ্রমণ কড়াকড়ি শিথিলের কিছু প্রস্তাব দিয়েছে। তবে সেই প্রস্তাব এখনও ২৭ টি সদস্য দেশের অনুমোদন পাওয়া বাকি। কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার কারণে ইইউ’র পর্যটন শিল্প মারাত্মকভাবে লোকসানের সম্মুখীন হয়েছে। তাই বিধ্বস্ত পর্যটন ক্ষেত্র ধীরে ধীরে আবার চালুরউদ্যোগ নিতে হচ্ছে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন এক টুইটে বলেছেন, “এখন ইইউ’র পর্যটন শিল্প এবং সীমান্ত পারের বন্ধুত্বকে নিরাপদে পুনরুজ্জীবিত করার সময়।” ইইউ কমিশনের প্রস্তাবগুলো নিয়ে সদস্য দেশগুলো মঙ্গলবারই আলোচনায় বসবে এবং এ মাসেই তা অনুমোদন পাবে বলে আশা করছেন কর্মকর্তারা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ