Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতে নিহত-১ আহত-২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ৪:৪৯ পিএম

হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে বজ্রপাতে মোবারক হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার দুপুরে বৃষ্টি চলাকালিন সময় নিঝুমদ্বীপ ১নং ওয়ার্ডের মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। আহতরা হচ্ছেন, ৩নং ওয়ার্ডের ইরাক উদ্দিন (১৭) ও ইলিয়াস আলী (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিঝুমদ্বীপের পশ্চিম পাশের মেঘনা নদীর তীরে ঠেলাজাল দিয়ে মাছ ধরছিল। দুপুরে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হলেও তারা তখনও নদীর তীরে মাছ ধরে। এসময় বজ্রপাতের শিকার হন তিনজন। এতে ঘটনাস্থলে নিহত হন মোবারক। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিঝুমদ্বীপ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ