Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় দুই সেমাই কারখানায় অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ৪:২৩ পিএম

কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন সেমাই প্রস্তুত কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আজ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত। অভিযান পরিচালনাকালে ০৪ টি সেমাই কারখানার কার্যক্রম মনিটরিং করা হয় এবং ০২ টি কারখানায় BSTI এর অনুমোদন ব্যতীত সেমাই উৎপাদন ও লোগো ব্যাবহার করে সেমাই বাজারজাত করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ এর ৩০ ও ১৫ ধারায় ০২ মামলায় মোট ৪০ হাজার (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও মুনমুন নাহার আশা এর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, কুষ্টিয়া ও প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএসটিআই, খুলনা সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ