Inqilab Logo

মঙ্গলবার ১৫ অক্টােবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় মহাসড়কে দিনের বেলায় বুকে পিস্তল ঠেকিয়ে ১ জনকে হত্যা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:৪৬ পিএম

বগুড়ায় প্রকাশ্যে দিনের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার ঘটনা ঘটলো। হত্যাকারিরা মোটর বাইকে এসে চলন্ত সিএনজি আটকে টার্গেট ব্যক্তির বুকের বাম পাশে পিস্তল ঠেকিয়ে গুলি করে মোটর বাইকে চড়ে চলে যায় ।
দুধর্ষ এই হত্যার এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১ টার দিকে বগুড়া নাটোর মহাসড়কের জোড়া কৃষি কলেজ এলাকায় বগুড়া নাটোর মহাসড়কে। নিহতের নাম মোজাফ্ফর হোসেন (৬০)। তিনি নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মরহুম সায়েদ আলীর পুত্র । পেশায় গ্রাম্য কবিরাজ এই ব্যক্তি একটি প্রাক্তন কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষক বলে জানা গেছে । বর্তমানে তিনি বগুড়া শহরতলীর নিশিন্দারা এলাকায় স্বপরিবারে বসবাস করেন ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণ অনুযায়ি তিনি সকাল ১০ টার দিকে একটি সিএনজি অটো রিক্সাযোগে বগুড়ায় আসছিলেন। পথিমধ্যে বগুড়া নাটোর সড়কের শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে মোটর বাইকে আসা ২ব্যক্তি তাকে বহনকারি সিএনজি থামিয়ে তার বুকের বাম পাশের্^ পিস্তল ঠেকিয়ে গুলি করে কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় ।
খবর পেয়ে শাজাহানপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় । শাজাহানপুর থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, আপাতত সিএনজি অটো রিক্সায় মোজাফ্ফরের সহযাত্রী হয়ে আসা একজন মহিলা ও পুরু কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।
হত্যাকারীদের অপারেশনের ধরন দেখে ধারনা করা হচ্ছে এটা হয়তো সর্বহারাদের কাজ । কারন গত কিছুদিন ধরেই নন্দীগ্রাম , শেরপুর ও সিংড়া এরাকায় সর্বহারাদের পোষ্টারিং সহ বিভিন্ন তৎপরতা জোরে শোরে চলছে ।
তবে পুলিশ কর্মকর্তারা বলছেন ব্যতিত এব্যাপারে এখনই মন্তব্য করা সম্ভব নয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলিতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ