Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে অর্থনৈতিক কর্মকান্ড সীমিত করার আহবান সিআইআইর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মানুষের জীবন রক্ষায় অর্থনৈতিক কর্মকান্ড সীমিত করার আহবান জানিয়েছে ভারতের নেতৃস্থানীয় একটি শিল্প সংঘ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সভাপতি উদয় কোটাক এক বিবৃতিতে এই আহবান জানিয়েছেন। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ধনকুবের উদয় কোটাক বলেন, “সংকটের এই সন্ধিক্ষণে মৃত্যুর সংখ্যা যখন বাড়ছে, ভোগান্তি কমাতে অর্থনৈতিক কর্মকান্ড সীমিত করাসহ শক্তিশালী জাতীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছে সিআইআই।” ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণের মধ্যে রোববার মৃত্যুর রেকর্ড হয়েছে, মারা গেছেন ৩৬৮৯ জন রোগী। সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায়ও প্রায় সাড়ে তিন হাজার রোগী মারা গেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। একই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার মানুষ। মহামারির এমন পরিস্থিতি ঠেকাতে স্বাস্থ্য অবকাঠামো তৈরিতে সময় লাগবে জানিয়ে সিআইআই সভাপতি বলেন, “সংক্রমণের এই ধারাবাহিকতায় ছেদ টানতে সর্বোচ্চ স্তর থেকে সার্বিক পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি আমরা।” ১২ দিন ধরে তিন লাখ ছাড়ানো দৈনিক সংক্রমণে ধারণক্ষমতার বাইরে চলে গেছে ভারতের হাসপাতালগুলো, দেখা দিয়েছে অক্সিজেন সরবরাহে ঘাটতি আর শ্মশানে উপচে পড়া মৃতের ভিড়। বাণিজ্যিক কর্মকান্ড বন্ধ করলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করে দেশজুড়ে লকডাউন দিতে চায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তারপরও দেশটির অন্তত ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মহামারিজনিত বিধিনিষেধ জারি আছে। রোববার ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, কোভিড- ১৯ টাস্কফোর্স কেন্দ্রীয় সরকারকে দেশব্যাপী লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ