গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে এ সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। তিনি বুধবার বিকালে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রামের রাজনীতিবিদ, পেশাজীবী, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উত্তর জেলা বিএনপির সদস্য ও সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানাও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা নাজিম উদ্দিন, জাহিদুল করিম কচি, পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।