Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির তারকা প্রার্থীদের ভরাডুবি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১১:১৬ এএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন টলিউডের একঝাঁক তারকা অভিনয়শিল্পী। দীর্ঘ নির্বাচনী যজ্ঞ শেষে রবিবার শুরু হয় ভোট গণনা। এতে তৃণমূল ও বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে কেউ কেউ বিজয়ের হাসি হেসেছেন, আবার কেউ কেউ হেরে গেছেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবার ১১ জন তারকাকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করে। এর মধ্যে জয় পেয়েছে মাত্র ২ জন। এছাড়া বিজেপির বাকি ৯ তারকা প্রার্থীই নির্বাচনে হেরতে গেছেন।

জনপ্রিয় চিত্রনায়ক ও ব্যবসায়ী হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদর আসন থেকে ৩১১৯ ভোটের ব্যবধানে জিতেছেন । খড়কপুর কেন্দ্রে হিরণের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার।

আসানসোল দক্ষিণে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের মুখ দেখলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সেয়ানে সেয়ানে লড়াই চলতে থাকার পর তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে ১৮০০ ভোটে পরাজিত করলেন অগ্নিমিত্রা পাল।

এদিকে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে প্রায় ৫০ হাজার ভোটে হেরে গেছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী গায়ক বাবুল সুপ্রিয়।

অভিনেতা রুদ্রনীল ঘোষ ভবানীপুর থেকে হেরেছেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে।

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের ডেরায় বিপুল ভোটে ধরাশায়ী হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বিজেপির আরেক পুরনো প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জী ভোট দাঁড়িয়েছিলেন চুঁচুড়া কেন্দ্র থেকে। এখানে তিনি হেরেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদারের কাছে।

অভিনেতা যশ দাশগুপ্ত হুগলীর চণ্ডীতলা থেকে হেরেছেন তৃণমূলের স্বাতী খান্দেকরের কাছে।

অভিনেত্রী পায়েল সরকার বেহালা পূর্ব থেকে হেরেছেন তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ে কাছে।

পার্নো মিত্র বরাহনগর থেকে হেরেছেন তৃণমূল কংগ্রেসের তাপস রায়ের কাছে।

তনুশ্রী চক্রবর্তী হাওড়ার শ্যামপুর থেকে হেরেছেন তৃণমূলের কালীপদ মণ্ডলের কাছে।

অঞ্জনা বসু সোনারপুর দক্ষিণ থেকে হেরেছেন তৃণমূলের তারকা প্রার্থী লাভলী মৈত্রের কাছে।



 

Show all comments
  • Nadia Ahmed Upoma ৩ মে, ২০২১, ৬:১৩ পিএম says : 1
    কাঞ্চনকে অনেক কথাই শুনিয়েছিলেন রুদ্রনীল, শ্রদ্ধাবোধ রেখে মিডিয়া ফেস করলে এখন লজ্জায় গর্তে লুকোনো লাগতো না
    Total Reply(0) Reply
  • স্মৃতি আক্তার ৩ মে, ২০২১, ৬:১৩ পিএম says : 0
    আর আমাদের অভিনেতারা নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করলেই। প্রার্থীরা পাশ। জনগণের ভোটের প্রয়োজন হয় না।
    Total Reply(0) Reply
  • মিরাজ আলী ৩ মে, ২০২১, ৬:১৫ পিএম says : 0
    তারকা হিসেবে তারা হারেনি বরং ভোটাররা উগ্রবাদি দলের প্রাথীকে ভোটে দেয়নি।
    Total Reply(0) Reply
  • কুদ্দুস তালুকদার ৩ মে, ২০২১, ৬:১৫ পিএম says : 0
    বিজেপির মতো উগ্র সাম্প্রদায়িকতা লালনকারীরা কিভাবে তারকা হয় বুঝে আসে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ