বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ৮৩১ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।
রোববার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আগের দিন শনিবার চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন । ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ১৮০।
এদিকে চট্টগ্রামে করোনা টেস্ট কমেছে। গত ২৪ ঘণ্টায় নয়টি ল্যাবের মধ্যে পাঁচটিতে ৮৩১ জনের নমুনা পরীক্ষা হয়। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ১০ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা ৬৭ জন। ১৭ জন বিভিন্ন উপজেলার। করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে মহানগরীর দুই জন এবং জেলার দুই জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২৮জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।