Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলকে রেকর্ড সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের সঙ্গে ১০ বছরের জন্য অন্তত ৩৮ বিলিয়ন ডলারের একটি নতুন সামরিক সহায়তা চুক্তির বিষয়ে দেশটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে। আগামী সপ্তাহে চুক্তিটি স্বাক্ষর করা হতে পারে বলে গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন চুক্তিটির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো। এই চুক্তির মাধ্যমে এককভাবে কোনো দেশকে সবচেয়ে বড় সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে এর বিনিময়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কাছ থেকে বড় ধরনের ছাড়ও পাচ্ছে দেশটি, জানিয়েছেন উভয় দেশের কর্মকর্তারা। এসব ছাড়ের মধ্যে আছে নতুন প্যাকেজ চুক্তি অনুযায়ী ইসরাইলকে বার্ষিক যে সহায়তা দেয়া হবে তার বাইরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে অতিরিক্ত কোনো তহবিল চাইতে পারবে না দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে পাওয়া তহবিল ইসরাইল তার নিজের প্রতিরক্ষা শিল্পে ব্যবহার করার যে বিশেষ অনুমতি পেয়েছিল তাও বাতিল হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলকে রেকর্ড সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ