Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ৭:০৩ পিএম

দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালে ডায়রিয়া রোগীর আগমন সামান্য কমলেও এখনো আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। শনিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ অঞ্চলের ৬ জেলার সরকারী হাসপাতালগুলোতে নতুনকরে সাড়ে ৮শ নারী-পুরুষ ও শিশু ডায়রিয়া চিকিৎসা গ্রহণ করে। আগের ২৪ ঘন্টায় সংখ্যাটা ছিল ৮৯৬। ফলে সরকারী হিসেবেই দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ২৩৯ জনে। মারা গেছেন ১২ জন ডায়রিয়া রোগী।

বরিশাল জেনারেল হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের প্রায় কোন হাসপাতালেই এখনো ডায়রিয়া রোগীর ঠাই মিলছে না। মহানগরীর জেনারেল হাসপাতালে ৪ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে এখনো রোগীর সংখ্যা ৩০-এর কাছে। জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১০১ জনের ডায়রিয়া আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ইতোমধ্যে বরিশালে ৬ হাজার ১৪৫ ডায়রিয়া আক্রান্তের মধ্যে ৫ জনের মৃত্যু ঘটেছে। এরা সবাই বাকেরগঞ্জ উপজেলায়।

তবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে কোন ডায়রিয়া আক্রান্তের মৃত্যু হয়নি বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। দ্বীপজেলা ভোলার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় এ জেলায় আরো প্রায় সোয়া ২শ মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়। এনিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে ১১ হাজার।

এসময়ে পিরোজপুরেও ১৭২ জন নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৮১’তে। এ জেলার জেনারেল হাসপাতাল সহ সবগুলো উপজেলা হাসপাতালেও ডায়রিয়া রোগীদের ভিড় লেগে আছে। তবে ভোলার মত আক্রান্তের আধিক্য থাকলেও পিরোজপুরেও এখনো ডায়রিয়ায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ১৩৮ জন নারী-পুরুষ ও শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে সরকারী হাসপাতাল সমুহে চিকিৎসার জন্য এসেছে। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজারের কাছে। মারা গেছেন ৪ জন।

বরগুনাতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে আরো ১২১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৯ জনের মধ্যে ৩ জনের মৃত্যু ঘটেছে। এখনো সমগ্র বরগুনা ছাড়াও ভোলা ও পটুয়াখালীর বেশীরভাগ নদ-নদীর পানি সাগরের লবণাক্ত পানিতে সয়লাব থাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে চিকিৎসকগন জানিয়েছেন।

ঝালকাঠিতেও গত ২৪ ঘন্টায় আরো ৯৪ জন ডায়রিয়া আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে ৫ হাজার ১৩৫ জন। তবে কারো মৃত্যু হয়নি ডায়রিয়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ