Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারি সুস্থ, দায়িত্ব পালনে প্রস্তুত

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হিলারি ক্লিনটন সম্পূর্ণ সুস্থ আছেন এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন বলে নিশ্চিত করেছেন তাঁর চিকিৎসকরা। হিলারির নির্বাচনী প্রচার সেলের পক্ষ থেকে এক বিবৃতিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থীর শরীরে নিউমোনিয়া শনাক্ত করার পর ধীরে ধীরে তাঁর উন্নতি হচ্ছে এবং তিনি এখন সুস্থ। এদিকে, রাজনৈতিক প্রতিদ্ব›দ্বী রিপাবলিকান দল থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তাঁর স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশ করেছেন। হিলারি ক্লিনটনের সহকারীরা জানিয়েছেন, শিগগিরই তিনি নির্বাচনী প্রচারে ফিরতে পারবেন। প্রসঙ্গত, হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে হিলারি ও ট্রাম্প দু’জনই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রার্থী। স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশের ব্যাপারে চাপ রয়েছে উভয়ের ওপরই। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে হিলারি অসুস্থ হয়ে পড়লে মার্কিন নির্বাচনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি রাজনৈতিক পরিমÐলে ঘুরপাক খেতে থাকে। গত বুধবার হিলারির প্রচারণা দল থেকে বলা হচ্ছে, পুরো স্বাস্থ্যের পরীক্ষা করে তাঁর চিকিৎসক সব স্বাভাবিক পেয়েছেন এবং তিনি মানসিকভাবে অত্যন্ত সুস্থ আছেন। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারি সুস্থ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ