Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের এক যুবকের লাশ উদ্ধার বাঁকখালী নদী থেকে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ২:৫০ পিএম

বাঁকখালী নদী থেকে উদ্ধার করা হলো খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের এক যুবকের লাশ। শনিবার (১মে) সকাল সাড়ে ৯টার দিকে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বেড়িবাঁধের নীচ (কাঠির মাথা) থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।


নিহত ওই যুবকের নাম এরশাদুল হক (২২)। পিতার নাম এ কে ফজলুল হক।
সে আশ্রয়ণ প্রকল্পের হাসনাহেনা ভবনের ৩০৫ নং ফ্ল্যাটের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা আজিজ উদ্দিন এই খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, এরশাদ তার বড়ভাই আবদুল করিমের ফ্ল্যাটে থাকে। সেখান থেকে বোটে মাছ ধরতে যায়।

হাসনাহেনা ভবনের সাধারণ সম্পাদক মোঃ আরমান জানিয়েছেন, মোঃ সেলিম মাঝির বোটে কাজ করে এরশাদ। সকালে লাশের খবর পেয়ে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নদী

২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ