Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাসের মধ্যে দেড় কোটি ডোজ টিকা পাবে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৫:৪৮ পিএম

পাকিস্তান তিনটি চীনা সংস্থা থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ কোটি ৩০ লাখ ডোজ কিনেছে এবং আগামী দুই মাসের মধ্যে সেগুলি পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর ফয়সাল সুলতান এই তথ্য জানিয়েছেন।

ভ্যাকসিনগুলো সিনোফার্ম, ক্যানসিনোবায়ো এবং সিনোভ্যাক থেকে সংগ্রহ করা হয়েছে বলে ফয়সাল সুলতান জানিয়েছেন। একই সময়ের মধ্যে দরিদ্র দেশগুলির জন্য কোভ্যাক্স প্রোগ্রাম থেকে আরও প্রায় ২৪ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, ‘আমরা ক্রমাগত বিশ্বজুড়ে সমস্ত উপলব্ধ উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছি। আপাতত চীন আমাদের বর্তমান এবং চলমান চাহিদা পূরণের জন্য ভ্যাকসিনগুলির প্রাথমিক উৎস হিসাবে রয়ে গেছে তবে কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিনের জন্য আমাদের সমস্ত বিকল্প খোলা রয়েছে।’ প্রধানমন্ত্রীর সহযোগী জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জিএভিআই-এর পরিচালিত কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রায় ২৪ লাখ ডোজও পৌঁছে যাবে এবং সম্ভবত এটি দক্ষিণ কোরিয়া থেকে আসবে।

২২ কোটি মানুষের দেশ পাকিস্তানে এখন অবধি ২০ লাখের কিছু বেশি নাগরিক ভ্যাকসিন পেয়েছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে এই হার সর্বনিম্ন। কোভাক্স প্রোগ্রামের আওতায় ২০২১ সালের শেষ নাগাদ ৪ কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে পাকিস্তানের, যার প্রথম চালান তারা হাতে পেয়েছে মার্চ মাসের শুরুতে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ