বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর মিছিল ক্রমে দীর্ঘায়িত হচ্ছে। শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালের মুলাদীতে আরো এক জনের মৃত্যুর মধ্যে দিয়ে জেলায় মোট সংখ্যাটা ১০৯ জনে উন্নীত হল। আর দক্ষিনাঞ্চলে কোভিড-১৯ রোগীর মৃত্যু সংখ্যা দাড়াল ২৬২ জনে। এ অঞ্চলে সনাক্তের তুলনায় মৃত্যু হার এখনো ১.৮০%। আর চলতি মাসের প্রথম ২৯দিনে দক্ষিনাঞ্চলের ৬ জেলায় ৩ হাজার ১২০ জন করোনা সংক্রমনের সাথে মৃত্যু হয়েছে ৫০ জনের। যা আগের ৪ মাসের রেকর্ডকে ছাপিয়ে গেছে।
গত ২৪ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সহ দক্ষিণাঞ্চলের জেলা উপজেলায় ৪৫৫ জনের নমুনা পরিক্ষায় আরো ৪৮ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে আক্রান্তের সংখ্যা ১৪ হাজর ৫২৩ জনে উন্নীত হল। আক্রান্তের হার ১৫.৩০%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে এ সময়ে নতুন ৬২ জন সহ সর্বমোট ১১ হাজার ৮০৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। এ অঞ্চলে এখন সুস্থতার হার ৮১.২৮%। যা আগের দিনের চেয়ে দশমিক ১৪% বেশী। তবে এক মাস আগের তুলনায় প্রায় ১৮% কম।
গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে যথারিতি বরিশালের সংখ্যাটাই সর্বোচ্চ ২৮ জন। যারমধ্যে মহানগরীতেই প্রায় ১৯। বরিশালে মোট আক্রান্ত ৬ হাজার ৬০২ জনের মধ্যে এ পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন হয়েছে পটুয়াখালীতে ৭জন। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ১১৬ জনে। মারা গেছেন ৫০ জন। তবে ভোলাতে সংক্রমন আগের দিনের ১৪ থেকে ৬ জনে হ্রাস পেয়ে মোট সংখ্যাটা ১ হাজার ৭৫০ জনে উন্নীত হয়েছে। এ দ্বীপজেলায় করোনা সংক্রমনে এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন।
ঝালকাঠীতেও করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের ৫ থেকে ৩ জনে হ্রাস পেয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ২৬৫ জন আক্রান্তের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে আক্রান্তের সংখ্যা এ সময়ে ছিল আগের দিনের সমান, দুজন। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন । আক্রান্তের সংখ্যা ১ হজার ৫৭৮। আর সাগরপাড়ের আরেক জেলা বরগুনাতে গত ২৪ ঘন্টায় নতুন কারো করোনা সংক্রমনের খবর ছিলনা। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ২১২ জন আক্রান্তের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে দক্ষিনাঞ্চলের বিভিন্ন হাসপতালে ৯৮ জন কোভিড-১৯ রোগী চিকিৎসাধীণ ছিল। যারমধ্যে বরিশালেই ২৯, পটুয়াখালীতে ১৪, ভোলাতে ২১, পিরোজপুরে ১২,ঝালকাঠীতে ১৩ এবং বরগুনাতে ৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।