Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় একদিনে আরও ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১০:৪৯ এএম

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কয়েকটি দেশ। এদিকে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৫ হাজার ১৪২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৭৬৪ জনের।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৭৯ হাজার ২৩৫ জন। আর এখন পর্যন্ত মোট ১২ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৩৪৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৫৭৪ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জনের। আর মোট ২ লাখ ৮ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৬৫ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৫২ হাজার ১১৮ জন।

এছাড়া করোনা শনাক্তের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে তুরস্ক, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ