পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সন্ন্যাসী দেবনাথ (৬০) নামে এক ব্যক্তির। গত বুধবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় মারা যান।
নিহতের আত্মীয় পাপন দেবনাথ বলেন, সন্ন্যাসী দেবনাথ পেশায় একজন কাঠমিস্ত্রি। অসুস্থ স্ত্রীকে বেশ কয়েকদিন আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় স্ত্রীর জন্য কিছু ওষুধ কিনতে যান দেবনাথ। হাসপাতালের বাইরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাজবাড়ী জেলার কালুখালী থানার বাসিন্দা। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখানে এসেছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।