Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দক্ষিণাঞ্চলে ডায়রিয়া ৪৮ ঘণ্টায় আরো দু’হাজার আক্রান্ত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

দক্ষিণাঞ্চলে ডায়রিয়া পরিস্থিতি অবনতিতে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগকেও চরম বিড়ম্বনায় ফেলেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় আরো প্রায় দু’হাজার ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। বরিশাল জেনারেল হাসপাতালে গতকালও ২৬ জন রোগী চিকিৎসাধীন। এর বাইরে শেরেই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগেও বিপুল সংখ্যক ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে গত ৪৮ ঘণ্টায় দক্ষিনাঞ্চলে কোন ডায়রিয়া রোগীর মৃত্যু ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের মতে, গত ৩ মাসে দক্ষিণাঞ্চলে ৪৩ হাজার ৫২০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সরকারি হিসেবে এদেরকেই আক্রান্ত বলে ধরে নেয়া হয়। এর বাইরে যেসব আক্রান্ত নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা গ্রহণ করেছেন তাদের কোন পরিসংখ্যান সরকারি স্বাস্থ্য বিভাগের কাছে নেই। তবে সে সংখ্যাটা সরকারি হিসেবের কয়েকগুন বলে জানা যায়। আর গত এক মাসে দক্ষিণাঞ্চলে ১২ ডায়রিয়া রোগীর মৃত্যু হয়।

দক্ষিণাঞ্চলে ডায়রিয়া পরিস্থিতি এখনো নাজুক। গত ৪৮ ঘণ্টায় ভোলাতে নতুন করে ৫১০ জন আক্রান্ত হয়েছেন। পটুয়াখালীতে এসময়ে নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৩শ’ জন। পিরোজপুরেও গত ৪৮ ঘণ্টায় আরো ২৮১ জন ডায়রিয়া আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বরগুনাতেও গত ৪৮ ঘণ্টায় আরো ৩১৩ জন ডায়রিয়া আক্রান্ত হয়। বরগুনা ও পটুয়াখালীর বেশীরভাগ খালের পানিতে ডায়রিয়ার জীবানুর সন্ধান পেয়েছে ঢাকার আইইডিসিআর-এর কারিগরি পর্যবেক্ষক দল। পাশাপাশি সাগরের লবনাক্ত পানিতে দক্ষিনাঞ্চলের প্রায় সব নদ-নদী ও খাল-বিলের পানিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি লাগাতার অনাবৃষ্টি আর নজিরবিহীন দাবদাহে ডায়রিয়া আক্রান্তরা দ্রæত পানি শূন্যতার কবলে পড়ছে বলে চিকিৎসকগণ আক্রান্ত হবার সাথে সাথে খাবার স্যালাইন গ্রহণসহ চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ দিয়েছেন। ঝালকাঠিতে গত ৪৮ ঘণ্টায় আরো ২৩৭ জন ও বরিশালে গত দু’দিনের প্রায় ২শ’ নারী-পুুরুষ ও শিশু ডায়রিয়া আক্রান্ত হয়েছেন।

এদিকে ডায়রিয়া আক্রান্তদের সরকারি হাসপাতাল সমুহে চিকিৎসা সেবা নিশ্চিতকরণে দক্ষিণাঞ্চলে আইভি স্যালাইনের বিশাল মজুদ গড়ে তোলা হয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলাতে ১ হাজার সিসি ও ৫শ’ সিসি’র প্রায় ১ লাখ ব্যাগ আইভি স্যলাইনের মজুদ রয়েছে বলে বিশ^স্ত সূত্রে জানা যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়া

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ