পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম আনসারী গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে কওমি মাদরাসার নিয়ন্ত্রক সংস্থা ’আল-হাইয়াতুল উল্ইয়া লিল্-জামিআতিল কওমিয়া বাংলাদেশ ’কওমী মাদরাসা খুলে দেয়ার’ দাবি সমর্থন করে বলেছেন, পবিত্র রমজান বিশেষভাবে কোরআন তিলাওয়াতের মাস।
নেতৃবৃন্দ বলেন, আর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার রহমত পাওয়া যায় এবং বালা-মুসিবত ও মহামারি দূরীভুত হয়। এমতাবস্থায় আল্লাহর রহমত পাওয়ার আশায় কওমি মাদরাসা খুলে দিন। বিবৃতিতে তারা বলেন, রমজানের মধ্যেই কওমি মাদরাসার হিফজ ও মক্তব বিভাগ খুলে দেয়া এবং রমজানের পর কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালু করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।