Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমী সনদের স্বীকৃতি প্রতিষ্ঠানের স্বকীয়তা অক্ষুন্ন রেখে দিতে হবে -তাহফিজে হারামাইন পরিষদ

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি ও রাজধানীর ভাটারা জামিয়া মদীনাতুল উলূম-এর মুহতামিম মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে কওমী মাদরাসা সনদের মান নির্ধারণ পূর্বক বিশ্ববিখ্যাত ‘দারুল উলূম দেওবন্দ’-এর আদলে প্রতিষ্ঠানের স্বকীয়তা ও মৌলিকত্ব অক্ষুন্ন রেখে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে বলেছেন, বাংলাদেশের কওমী মাদরাসাগুলো দেওবন্দের আদলে এবং আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে।
বিবৃতিতে তিনি বলেন, কওমী মাদরাসাগুলো ইখলাস ও নিষ্ঠার সাথে মুসলমানদের শিক্ষা-সংস্কৃতি, আমল-আখলাক এবং স্বচ্ছ ও নৈতিক চিন্তাধারা গঠনে মৌলিক ভূমিকা পালন করে আসছে। মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী আরো বলেন, অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য যে, ২০১৬ সালের প্রস্তাবিত শিক্ষা আইনের কিছু ধারা কওমী মাদরাসা স্বাধীনভাবে চলার পরিপন্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমী সনদের স্বীকৃতি প্রতিষ্ঠানের স্বকীয়তা অক্ষুন্ন রেখে দিতে হবে -তাহফিজে হারামাইন পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ