Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমিকম্পের আজাব থেকে পরিত্রাণ পেতে তওবা করা দরকার -তাহফিজে হারামাইন পরিষদ

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে দেশবাসীকে আল্লাহর আজাব ও গজব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ও ইস্তিগফার এবং নেক আমল করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী মানুষের গুনাহ ও কুকর্মের কারণে জল-স্থলে তথা সারা বিশ্বে বিপর্যয় ছড়িয়ে পড়ে। কারণ গজব বা আজাব আল্লাহর অসন্তষ্টির কারণে ঘটে থাকে। মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী আরো বলেন, সূরা আল আরাফের ৪ নং আয়াতে আছে, ‘আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ কর। অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে আমার আজাব রাত্রি বেলায় অথবা দ্বি-প্রহরে বিশ্রামরত অবস্থায় পৌঁছেছে। তিনি আজাব থেকে বাঁচতে কুরআন সুন্নাহকে অনুস্মরণ করার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্পের আজাব থেকে পরিত্রাণ পেতে তওবা করা দরকার -তাহফিজে হারামাইন পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ