Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি নিশ্চিতে চট্টগ্রামে অভিযান-জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৯:২৪ পিএম

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযানে ৬ মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।

পতেঙ্গা-ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪ মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

এছাড়া বন্দর ও ডবলমুরিং এলাকায় একটি মামলায় ২০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী।

হালিশহর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা, চান্দগাঁও ও পাচলাইশ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ, চকবাজার ও বাকলিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম অভিযান পরিচালনা করেন।

কোতোয়ালী ও সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ