Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচলিত আইনে হেফাজতে ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৮:৪৩ পিএম

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনাকালে দুর্যোগের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তখন বিএনপি-জামায়াত আর হেফাজতে ইসলাম মিলে ক্ষমতা পরিবর্তনের খেলায় মেতেছে। কিছু এতিম শিশুকে ভুল বুঝিয়ে হাতে লাঠি দিয়ে সংঘাতে নামিয়ে দিয়েছে। তারা কওমি মাদরাসার ছাত্রদের মাধ্যমে সংঘাতের পরিস্থিতি তৈরি করে সরকারকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার নগরীর বিভিন্নস্থানে ইফতার সামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল এ সব কথা বলেন। উপমন্ত্রী নওফেল বলেন, বিএনপি-জামায়াত এবং হেফাজতে ইসলামের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো চক্রান্ত যেন সফল না হয়, সে জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি দেশের সকল মানুষকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের ওপর সাধারণ মানুষের আস্থা আছে। সেই আস্থা ধরে রাখতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ঘোষিত লকডাউনের মধ্যে অভাবে পড়া মানুষদের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এম আর আজিমের সভাপতিত্বে ও নগর যুবলীগ নেতা শওকত উল্লাহ সোহেল এবং নগর ছাত্রলীগের সহ সভাপতি একরামুল হক রাসেলের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, আওয়ামী লীগ নেতা সরওয়ার মোরশেদ কচি, চকবাজার থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী আলমগীর, নগর যুবলীগ নেতা আসহাব জাহেদ চৌধুরী রসুল, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম মিয়া, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল।



 

Show all comments
  • md Hasnian ২৯ এপ্রিল, ২০২১, ৮:৫০ পিএম says : 0
    অন্যায় অত্যাচার আর কত করি নওফেল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ