বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীতে একজন, পাবনায় তিনজন ও বগুড়ায় একজন মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৭৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯১ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বুৃধবার বিভাগে নতুন ১১৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগের ১৪৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে ২৭ হাজার ৫৩৪ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৮০ জন কোভিড-১৯ রোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।