Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘ভাবিজি ঘর পার হ্যায়’ নির্মাতাদের সম্পর্কে শিল্পা শিন্দের মন্তব্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বলার অপেক্ষা রাখে না ভারতীয় টিভির সবচেয়ে জনপ্রিয় আর সফল সিটকম ‘ভাবিজি ঘর পার হ্যায়’। তবে এই সাফল্যের পথে অনেক চড়াই উৎরাই আছে। আছে বিতর্ক আর শিল্পী পরিবর্তন, শিল্পী পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত শিল্পা শিন্দে’র বাদ পড়া। ২০১৫ সালে সিরিজটি শুরু হওয়া থেকেই শিল্পা আঙ্গুরি ভাবির চরিত্রে অভিনয় করে আসছিলেন। তার ‘সহি পাকড়ে হ্যায়’ জনপ্রিয় বুলিতে পরিণত হয়। দুর্ভাগ্যক্রমে ২০১৬ সালেই প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং সম্মানী বাড়াবার দাবিতে সিরিজটি ছেড়ে দেন। তিনি বলেন, ‘আমি আর কী দাবী করেছিলাম? আমি সিরিজটির জন্য কঠিন পরিশ্রম করেছি, আমার চরিত্র খুব জনপ্রিয়ও হয়েছিল। আমার যোগ্যতা অনুযায়ীই সম্মানী চেয়েছি। তাতে সমস্যা কোথায়? এটি কোনই সমস্যাই ছিল না, সমাধান করাই যেত, তবে তারা একে বিশাল করে দেখিয়েছে।’ তার স্থলাভিষিক্ত শুভাঙ্গী আত্রে সম্পর্কে তিনি বলেন, ‘সে (শুভাঙ্গী) ভাল নকলনবিস। আমি তাকে শোতে দেখেছি। একজনকে সাজিয়ে আঙ্গুরির মত তৈরি করা যায়, তবে আঙ্গুরির মত অভিনয় করা সহজ নয়। সে ভাল অভিনেত্রী যদি নকল করা বন্ধ করে সে ভাল করতে পারে, তাকে মৌলিক অভিনয় করতে হবে।’ শুভাঙ্গীকে এই মন্তব্য জানালে তিনি বলেন,’ আমি কাউকে নকল করি না। আমি শুভাঙ্গী বা শিল্পা শিন্দে হতে চাইছি না। আমাকে নির্মাতারা যা বলছে আমি তাই করছি। আঙ্গুরি তো একটি চরিত্র।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ