Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ, আহত ১

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ২:৫৯ পিএম

ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃধা বাড়িতে সংবাদ সম্মেলনে লোকমান হাওলাদারের পুত্রবধূ লিমা বেগম বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লোকমান হাওলাদারের ভাতিজা কামালের ঘরে অগ্নিসংযোগের খবর পেয়ে তার স্বামী আক্তারসহ পরিবারের অন্য সদস্যরা আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। এ সুযোগে প্রতিপক্ষ আলমগীরের ছেলে আফজাল ও শাহাজলের ছেলে ছালাউদ্দিন ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভয় দেখিয়ে ৩ লাখ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। ওই সময় তারা লোকমান হাওলাদারকে হাত ও চোখ বেঁেধ ঘর থেকে বের করে হত্যার চেষ্টা করে। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত লোকমান হাওলাদার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র জানায়, একই বাড়ির লোকমান হাওলাদার গং ও আলমগীর গংদের সাথে ৪ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। লোকমান হাওলাদারের ভাতিজা কামাল অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত ওই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে তার ঘরে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ মাকছুদ ও খোকনসহ মুখোশধারী কয়েকজনকে দেখতে পায় তার স্ত্রী। এ ব্যাপাওে অভিযুক্তদের সাথে যোযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। দৌলতখান থানা ভারপ্্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ